গাজীপুর মহানগরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন। আহত অবস্থায় তাকে প্রথমে বোর্ড বাজার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ বলেন, আব্দুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার নিজ বাসা গাজীপুরের বড়বাড়ী এলাকায় ফিরছিলেন। তিনি যখন বড়বাড়ী বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন তখন একটি গাড়িতে কয়েকজন দুর্বৃত্ত এসে আব্দুর রহমানকে ওঠানোর জন্য টানাহেচড়া করে। তাকে জোরপূর্বক শরীরের ওপরের অংশ গাড়িতে ওঠালেও পা উঠাতে পারেনি। এমতাবস্থায় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।আরও পড়ুনআরও পড়ুনরাজধানীতে মব তৈরি করে চাঁদাবাজি করা সেই সমন্বয়ক হাতেনাতে ধরা এ সময় দুর্বৃত্তরা তার...