এশিয়া কাপের সমাপ্তি হলেও নাটক থামেনি। রোববার পাকিস্তানকে হারানোর রাতে শিরোপা নিয়ে উদযাপন করেনি ভারত। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই’ও এই বিষয়টি ভালোভাবে নেয়নি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি একই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি, তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় সূর্যকুমার যাদবের দল। ফলে ভারতীয় খেলোয়াড়দের হাতে ওঠেনি না ট্রফি, না বিজয়ী মেডেল। ওই ঘটনায় বিসিসিআই সচিব দেভাজিৎ সাইকিয়া ক্ষুব্দ প্রতিক্রীয়া জানিয়ছেন। বার্তা সংস্থা এএনআইকে তিনি জানান, নভেম্বরের আইসিসি সভায় তারা ব্যাপারটি নিয়ে প্রতিবাদ জানাবে। সাইকিয়া বলেছেন, ‘ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধে আছে এবং ট্রফি দেওয়ার কথা ছিল সেই দেশের একজন নেতার। আমাদের সিদ্ধান্ত ছিল, এসিসি চেয়ারম্যানের কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নেব না,...