এশিয়া কাপ জয়ের পরও ট্রফি নেয়নি ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও বিতর্ক তৈরি হয়েছে এই ট্রফি ঘিরেই। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ভারত ট্রফি নিতে চায়নি। পরে এসিসি সভাপতি সেটি নিজেই নিয়ে চলে যান।ফাইনালে সূর্যকুমার যাদবদের দারুণ লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে জয় পেলেও ভারতীয় দল ট্রফি ও মেডেল গ্রহণে অস্বীকৃতি জানায়। পাকিস্তানের মন্ত্রী এবং এসিসি সভাপতির হাতে পুরস্কার গ্রহণে আপত্তি জানিয়ে তারা জানান, যে দেশের সঙ্গে যুদ্ধ চলছে, সেই দেশের প্রতিনিধির কাছ থেকে ট্রফি নেওয়া সম্ভব নয়। বিসিসিআই সচিব দেবাজিত শইকিয়া নাকভির আচরণের তীব্র সমালোচনা করে বলেন, ‘ভারত একটি দেশের সঙ্গে যুদ্ধ করছে। সেই দেশের একজন নেতা আমাদের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল। আমরা তা গ্রহণ করিনি। কিন্তু এর মানে...