ঘরের মাঠে সোসিয়াদের বিপক্ষে আত্মবিশ্বাসী শুরু করেও প্রথমে গোল হজম করে বার্সেলোনা। ম্যাচের ৩১তম মিনিটে আচমকা এক গোলে বার্সাকে হতভম্ব করে দেয় সোসিয়েদাদ। আন্দের বারেনেজচেয়ার পাস থেকে বল জালে পাঠান স্প্যানিশ ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা। তাতে অবশ্য খেই হারায়নি বার্সা। মাত্র ১২ মিনিটেই সমতায় ফেরে তারা। মার্কাস র্যাশফোর্ডের কর্নারে মাথা ছুঁইয়ে সমতা আনেন ফরাসি ডিফেন্ডার কুন্দে। বিরতির পরও আধিপত্য ধরে রাখে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ৫৯ মিনিটে সোসিয়েদাদের ডি-বক্সে ঢুকে ইয়ামালের ক্রস, লেভানদোভস্কির দারুণ হেড খুঁজে নেয় প্রতিপক্ষের জাল।...