ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘ভারত আমাদের সঙ্গে হাত মেলায়নি, মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেয়নি। ওরা আমাদের সঙ্গে যা করেছে, তাতে শুধু আমাদের অসম্মান করেনি, গোটা ক্রিকেটকে অসম্মান করেছে। এগুলো দেখে বাকি দলগুলো যদি এসব করতে শুরু করে? কোথায় শেষ হবে এসব? ক্রিকেটারদের তো রোল মডেল হওয়া উচিত। মাঠে এগুলো হতে দেখলে ছোট ছোট ছেলে-মেয়েরা কী শিখবে? এবার যা হয়েছে, খুব খারাপ।’ রবিবার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়নের ট্রফিই নেয়নি ভারতীয় দল। ট্রফি দেওয়ার কথা ছিলো এশীয় ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। ফাইনালের মঞ্চে আরও একবার পাকিস্তানকে বয়কট করলো ভারত। ট্রফি ছাড়াই উল্লাস করেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার বলেন, ‘চ্যাম্পিয়ন...