সাতক্ষীরার অববাহিকায় বেতনা নদী খনন ও সংযোগ খাল পুনরুদ্ধারেএক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয়েছে। ফলে বেতনা অববাহিকায় নিরব কুষি বিপ্লবে আত্মহারা নদী বেষ্টিত এলাকার মানুষ। জেলার তালা, কলারোয়া, সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি-এই পাঁচ উপজেলার প্রায় ১৪ লক্ষ মানুষ দীর্ঘদিনের জলবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত হয়ে পেয়েছে কৃষি ও জীবিকার নবজীবন। ২০০০ সালের পর দখল ও দূষণে মৃতপ্রায় বেতনা নদীকে ২০২১ সালে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৩৫০ কোটি টাকার ব্যায়ে খননে পুনরায় প্রাণ ফিরে পেয়েছে বেতনা। ২৫০ কিলোমিটার সংযোগ খাল খনন সহ বেতনা নদীর ৪৫ কিলোমিটার ও মরিচ্চাপ নদীর ৩৫.৫ কিলোমিটার খননে নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে, যার সুফল মিলেছে চলতি বর্ষা মৌসুমেই। সাতক্ষীরা আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, এ বছর সাতক্ষীরায় চলতি বর্ষা মৌসুমে ১৬৯১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা গত বছরের...