জুম্ম ছাত্র-জনতার ডাকে শুরু হওয়া এই অবরোধ টানা তৃতীয় দিনে গড়িয়েছে। সাধারণ মানুষ এবং ব্যবসা-বাণিজ্যে পড়েছে ব্যাপক প্রভাব। খাগড়াছড়িতে শনিবার (২৭ সেপ্টেম্বর) থেকে জারি হওয়া ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। জেলার ভেতরে ও বাইরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি এবং আশপাশের বিভিন্ন জেলার সঙ্গে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙাসহ নয় উপজেলার অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। জরুরি সেবা ছাড়া অন্য কোনো পরিবহন চলতে দেওয়া হচ্ছে না। জুম্ম ছাত্র-জনতার ডাকে শুরু হওয়া এই অবরোধ টানা তৃতীয় দিনে গড়িয়েছে। সাধারণ মানুষ এবং ব্যবসা-বাণিজ্যে পড়েছে ব্যাপক প্রভাব। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো-চেঙ্গী স্কয়ার, শাপলা চত্বর, কলেজ গেট, স্বনির্ভর বাজার ও জিরো মাইলে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী চেকপোস্ট বসিয়ে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে। অবরোধের...