২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫০ এএম চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় জেলা কারাগারের হাজতি মিলন হোসেন (৪০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজতি মিলন হোসেন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বিল্লাল হোসেন মালিতার ছেলে। কারাগার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দামুড়হুদা মডেল থানার একটি মারামারি মামলায় চুয়াডাঙ্গা আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ বিচারক মিলনকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলাটি (নম্বর-৪, তারিখ ২৮.০৮.২০২৫) দায়ের হওয়ার পর থেকে তিনি নিয়মিত আদালতে হাজিরা দিয়ে আসছিলেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মিলন জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। এসময় কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার পর তার মৃত্যু হয়।...