২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি পুনঃপ্রতিষ্ঠার বিরোধিতা করে রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তান একযোগে অবস্থান নিয়েছে। তারা আফগানিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বাগরামসহ কোনও বিদেশি ঘাঁটি পুনরায় চালু করা “আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সহায়ক নয়” বলে এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আফগানিস্তানের তালেবান সরকারও এই চার দেশের অবস্থানকে স্বাগত জানিয়ে বলেছে, তারা তাদের ভূখণ্ডকে অন্য কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবেন না এবং সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম চলতে দেবে না। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ফের দখলে নেওয়ার চেষ্টা করেছিলেন। তবে তালেবান সরকার তার দাবি প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের বাগরাম বিমান...