* সম্প্রীতি নষ্টের ভয়ে সাক্ষ্য দিতে চান না সাক্ষীরা* রাজনৈতিক কারণে মামলার মূল বিষয় উঠে না আসার অভিযোগ* মামলার অগ্রগতি সম্পর্কে জানেন না রাষ্ট্রপক্ষের জেলার শীর্ষ আইন কর্মকর্তা* মামলাগুলো পুনতদন্তের দাবি কক্সবাজারের রামু, উখিয়া এবং টেকনাফে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধপল্লীতে হামলা, ভাঙচুর, লুটপাট আর অগ্নি সংযোগের ১৩ বছর পার হচ্ছে আজ ২৯ সেপ্টেম্বর। এসব ঘটনায় পৃথক দেড় ডজন মামলা হলেও সাক্ষির অভাবে এক যুগেও এগোইনি বিচার কার্যক্রম। বছরের পর বছর ঝুলতে থাকায় অভিযুক্তদের অনেকে জামিনে এসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, কেউ কেউ চলে গেছেন বিদেশেও। সাম্রদায়ীক সম্প্রীতিসহ আধুনিকতার ছোঁয়ায় সবকিছু ফিরে পেলেও ঘটে যাওয়া ট্র্যাজেডির বিচারপ্রাপ্তি নিয়ে শঙ্কায় রয়েছে বৌদ্ধ সম্প্রদায়। রাজনৈতিক কারণে মামলার মূল বিষয় উঠে আসেনি এবং বিচার প্রক্রিয়ার ধীর গতি হয়েছে উল্লেখ করে এ ঘটনার মামলাগুলো পুনতদন্ত করে...