ঢাকায় শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা ঘিরে ভক্তদের প্রাণের উৎসব রূপ নিয়েছে। রমনা কালিমন্দিরে সকাল থেকেই ছিল ভক্তদের ঢল। ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে পূজার মূল আনুষ্ঠানিকতা। ছবি: মাহবুব আলম ভোরের আলো ফোটার সাথে সাথেই নানা বয়সী মানুষ নতুন পোশাক পরে পরিবার-পরিজন নিয়ে মন্দির প্রাঙ্গণে ছুটে আসেন। সপ্তমী মানেই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতার পূর্ণ রূপ পাওয়া। সেই উপলক্ষেই আজকের সকালে মন্দির প্রাঙ্গণে ছিল এক ভিন্ন আবহ। ভক্তরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন, কেউ দেবীর সামনে অঞ্জলি দিচ্ছেন, আবার কেউ পরিবারের সঙ্গে ছবি তুলছেন উৎসবের আনন্দ ধরে রাখতে। শিশুরা রঙিন পোশাকে উচ্ছ্বসিত আর বয়োজ্যেষ্ঠরা ভক্তিমগ্ন হয়ে পূজার আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। দেবী দুর্গার আরাধনা আর ভক্তির মধ্য দিয়ে সপ্তমীর দিন শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের। মন্দির প্রাঙ্গণে শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য আর ধূপ-ধুনোর গন্ধে উৎসবের...