আরও পড়ুন:১৪৪ ধারা-অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারাট্রলিও দিলো না হাসপাতাল, চাদরে জড়িয়ে মরদেহ নিলেন স্বজনরা চয়েস বাসের চালক জসীম উদ্দিন বলেন, অবৈধ স্ট্যান্ড, ফুটপাত দখল করে দোকান নির্মাণ ও সীতাকুণ্ডে রাস্তায় বিভিন্ন ডিপোর গাড়ি দাঁড় করিয়ে রাখার কারণে যানজটের কবলে পড়েন তারা। দুর্গাপূজার ছুটিতে গাড়ির চাপ আরও বাড়লে যানজট পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করা মো. ওমর শরীফ বলেন, বিগত কয়েক বছর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের সুফল পাওয়া যাচ্ছে না। সড়কে কোথাও না কোথাও যানজট লেগেই আছে। বিশেষ করে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন অংশে যানজট যেন নিত্য ব্যাপার। আরেক যাত্রী আকতার হোসেন বলেন, রাতের বেলায় যানজটে আটকে পড়া অনেক যাত্রী ছিনতাই-ডাকাতির কবলে পড়েন। আমি ভয়ে এই সড়ক দিয়ে রাতে চলাচল বন্ধ করে দিয়েছি। জানা গেছে, এ...