৪১ বছর পর প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান লড়াই। প্রত্যাশিতভাবেই ম্যাচটি পরিণত হয়েছিল মহারণে। শেষ ওভার পর্যন্ত উত্তেজনায় ভরপুর এই লড়াইয়ে অবশেষে জয় নিয়ে মাঠ ছাড়ে সূর্যকুমার যাদবের ভারত।শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ২ বল বাকি থাকতে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে ভারত। তিলক ৫৩ বলে অপরাজিত ৬৯ রান করেন।এবারের এশিয়া কাপের প্রাইজমানি আগের আসরগুলোর তুলনায় অনেকটাই বেড়েছে। এ বিষয়ে আইসিসি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ভারত ৩ লাখ ডলার পাবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা। আর রানার্সআপ পাকিস্তান পাবে ১ লাখ ৫০ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা।২০২৩ সালে ওয়ানডে...