বরিশালে এক সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ হয়েছে সবজির দাম। তবে বেশি বেড়েছে কাঁচামরিচ ও শসার দাম। বেশ কিছু দিন ধরে কাঁচামরিচ খুচরা বাজারে ১২০ টাকা ও শসা ২৫-৩০ করে বিক্রি হলেও এ সপ্তাহে কাঁচামরিচ ২৫০ টাকা ও শসা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) বরিশালের একমাত্র পাইকারি সবজির বাজার, পোর্ট রোড বাজার, বাংলাবাজার বাজার, সাগরদী বাজারসহ বেশ কিছু বাজার ঘুরে দেখা এমন চিত্র গেছে। ব্যবসায়ীরা বলছেন, পূজার ছুটিতে বর্ডার বন্ধ থাকায় সবজি পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা যাচ্ছে না। ফলে সবজির মূল্যে প্রভাব পড়েছে। তবে পূজার ছুটি শেষে বর্ডার খুললে সবজির সরবরাহ বাড়লে দাম স্বাভাবিক হবে। পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহে পাইকারি বাজারে ২৫-৩০ টাকা করে কেজি বিক্রি হলেও এ সপ্তাহে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।...