ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল জামায়াতে ইসলামীর আমিরের কাছে জানতে চেয়েছে, জামায়াত যদি আগামীতে রাষ্ট্রের দায়িত্ব পায়, তাহলে তাদের মূল এজেন্ডা কী হবে? রবিবার এই বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলকে জামায়াতের আমির তিনটি বিষয় উল্লেখ করেছেন। সেগুলো হলো ১. দেশের শিক্ষাব্যবস্থাকে নৈতিকতা, উৎপাদনমুখী, কারিগরি দক্ষতা, বৈষয়িক ও মানবিক করে গড়ে তোলা; ২. দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ৩. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। প্রশ্ন হলো, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল কি নিতান্তই সৌজন্যের খাতিরে জামায়াতের রাষ্ট্রচিন্তা বা ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা জানার জন্য দলের আমিরকে এই প্রশ্ন করেছিল, নাকি সত্যিই এমন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে যাতে আগামীতে জামায়াত রাষ্ট্র ক্ষমতায় আসবে, অর্থাৎ সরকার গঠন করবে? প্রসঙ্গত, প্রতিটি জাতীয়...