যুক্তরাষ্ট্রে মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরে এক বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। রোববার সকালে জেসাস ক্রাইস্ট লেটার-ডে সেইন্ট (এলডিএস) বা মর্মন গির্জায় এলোপাতাড়ি গুলি চালিয়ে হামলাকারী আরও আটজনকে আহত করেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী টমাস জ্যাকব সানফোর্ড (৪০) নিজের গাড়ি দিয়ে গির্জার দরজা ভেঙে ভেতরে ঢুকে আধা-স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালান এবং পরে আগুন ধরিয়ে দেন। এ সময় গির্জার ভেতরে কয়েকশ মানুষ অবস্থান করছিলেন। পুলিশের পাল্টা গুলিতে সানফোর্ড নিহত হন। তিনি মার্কিন মেরিনের সাবেক সদস্য এবং ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভেতর থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার হয়। কর্তৃপক্ষের আশঙ্কা, গির্জার ভেতরে আরও হতাহতের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় তদন্তে সহায়তা করতে ১০০ এফবিআই এজেন্ট মাঠে নেমেছে। কর্তৃপক্ষ বলছে, হামলাটি পরিকল্পিত সহিংসতা হতে...