কুড়িগ্রামের রাজারহাটে হিন্দু ধর্মাবলম্বী দুই বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে ধর্মান্তরের পর থেকেই তারা নিখোঁজ। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা। বাবার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নথি অনুযায়ী, ১৬ সেপ্টেম্বর থেকে তারা নিখোঁজ। দুই বোনের নাম স্নিগ্ধা রানী (২৪) ও পূর্ণীমা রানী (১৮)। তারা উমরমজিদ ইউনিয়নের প্রাইমারি স্কুল শিক্ষক শৈলেন্দ্র নাথ বর্মনের মেয়ে। স্নিগ্ধা কুড়িগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, আর পূর্ণীমা একই কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ে। পরিবার সূত্রে জানা যায়, ১৬ সেপ্টেম্বর সকালে তারা একসঙ্গে কলেজের উদ্দেশে বের হয়। কিন্তু আর ফেরেনি। ওইদিন সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ধর্মান্তরের খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকে তাদের আর খুঁজে পাওয়া যায়নি। মোবাইল ফোনও বন্ধ। বাবা-মা অস্থির দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বাবা শৈলেন্দ্র...