নবপত্রিকা বা কলাবউ দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অংশ। দেবী দুর্গার পূজার সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে নবপত্রিকা। নবপত্রিকার পূজা আসলে ইঙ্গিত দেয় মানুষের উৎসব পালন এবং ধর্মাচরণের বহু প্রাচীন রীতির। তাই দুর্গাপূজার যেমন মাহাত্ম্য, তেমনই স্বতন্ত্র তাৎপর্য আছে নবপত্রিকার পূজারও। নবপত্রিকা বাংলার দুর্গাপূজার একটি বিশিষ্ট অঙ্গ। কিন্তু এ প্রতীকটি কী বোঝায়, তা নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে। কলাবউ গণেশের বউ নয়। অনেকে ভাবেন, কলাবউ হলেন গণেশের স্ত্রী। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। কলাবউ আসলে প্রকৃতির একটি প্রতীক।নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ নয়টি গাছের পাতা। তবে বাস্তবে নবপত্রিকা নয়টি পাতা নয়, নয়টি উদ্ভিদ, যা প্রকৃতির বৈচিত্র্যকে প্রতিনিধিত্ব করে। এগুলো হলো—কদলী বা রম্ভা (কলা), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, বিল্ব (বেল), দাড়িম্ব (দাড়িম), অশোক, মান ও ধান। মা দুর্গা প্রকৃতির এক অংশ। তাই মা দুর্গারই এক...