এশিয়া কাপ জিতেও ট্রফি ও মেডেল পেলো না ভারতীয় ক্রিকেটাররা। ক্রিকেট মাঠে রাজনীতির জেরে। পাকিস্তানের মন্ত্রী এবং এসিসি সভাপতি মহসিন নাকভির কাছ থেকে এশিয়া কাপের ট্রফি নিতে চায়নি ভারত। নাকভিও অন্য কাউকে ট্রফি দেওয়ার অনুমতি দেননি। ফলে এশিয়া কাপ জেতার পরেও ট্রফি হাতে পাননি সূর্যকুমার যাদবরা। ট্রফি ছাড়াই তারা জয়ের উৎসব পালন করেন। এশিয়া কাপ ফাইনালে নাটকীয় ম্যাচেভারত পাকিস্তানকে দুই বল বাকি থাকতে পাঁচ উইকেটে হারায়। এশিয়া কাপে গ্রুপ, সুপার ফোর এবং ফাইনালে তিনবার ভারত ও পাকিস্তানের ম্যাচ হয়েছে, তিনবারই জিতেছে ভারত। জয়ের পর পুরস্কার দেওয়ার অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি হয়। কারণ, ভারত জানিয়ে দেয়, পাকিস্তানের মন্ত্রীর হাত থেকে তারা ট্রফি নেবে না। ঘণ্টাখানেক পর অনুষ্ঠান শুরু হয়। নাকভি সেই মঞ্চে ছিলেন। শেষপর্যন্ত ভারতীয় দলকে ট্রফি ও মেডেল দেওয়া...