রাজধানীর ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজেদের মর্যাদা ও স্বতন্ত্রতা রক্ষার দাবিতে আজ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে ঘিরে বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজে নারীর উচ্চ শিক্ষার সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হবে এবং অধ্যয়নরত প্রায় চল্লিশ হাজার নারী শিক্ষার্থীসহ সাত কলেজের লক্ষাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আরও পড়ুনদুই দাবিতে ইউজিসিতে জবি ছাত্রদলের স্মারকলিপিতারা আরও জানিয়েছেন, সম্প্রতি প্রকাশিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় খসড়া অধ্যাদেশের মাধ্যমে ইডেনসহ ঐতিহ্যবাহী...