গাজীপুরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও এমপি পদপ্রার্থী আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে বোর্ড বাজার স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করে শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগরের সভাপতি মাজেদুর রশীদ জানান, আব্দুর রহমান বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। এদিকে, গণঅধিকারের এমপি প্রার্থী আব্দুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে ঘটনার বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।আরও পড়ুনআরও পড়ুন‘তোর এমপি হওয়ার সাধ আজ মিটিয়ে দেবো’ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক...