২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ এএম চিরপ্রতিদ্বিন্দ্বি পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ১৭তম আসরের শিরোপা জিতেছে ভারত। তবে পুরস্কার বিররণী অনুষ্ঠান থেকে ট্রফি নেয়নি দলটি। ক্রিকেট ইতিহাসে যে ঘটনা অভূতপূর্ব। দুবাইয়ে রোববার রাতে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চ প্রস্তুত করা হলেও শুরুতে সেখানে দেখা যায়নি পাকিস্তানের ক্রিকেটারদের। প্রায় পৌনে এক ঘণ্টা পরে আসেন তাঁরা। তখনও অবশ্য শেষ হয়নি পুরস্কার বিতরণী শুরুর অপেক্ষা। ভারতের ক্রিকেটাররা এই পুরোটা সময়ই একপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন, ছিলেন তাদের পরিবারের সদস্যরাও। ততক্ষণে খবর ছড়িয়ে পড়ে ভারতের ক্রিকেটাররা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট মহসিন নাকভীর হাত থেকে ট্রফি নিবেন না। এসিসি ও পিসিবি প্রধানের বাইরেও নাকভির আরেক পরিচয়, তিনি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী। পাকিস্তানের খেলোয়াড়েরা রানার্সআপের মেডেল নেন...