কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ফয়জুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনের তামান্না নুসরাত বুবলি। সোমবার সকালে পুলিশের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। তবে সাবেক দুই এমপিকে কোন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে ডিএমপির বার্তায় কোনো তথ্য দেওয়া হয়নি। উপকমিশনার তালেবুর রহমান বলেছেন, ফয়জুর রহমান এবং তামান্না নুসরাত বুবলির গ্রেপ্তারের বিষয়ে পরে বিস্তারিত জানানো হয়। গের বছর ৫ অগাস্টে সরকার পতনের পর থেকে সাবেক...