সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সাংসদ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কারা অধিদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে। এতে বলা হয়, নূরুল মজিদ মাহমুদ ‘আনকন্ট্রোলড বাওয়েল অ্যান্ড ব্লাডার’ সমস্যায় ভুগছিলেন। তিনিঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বরে ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার বিকালে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান। ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর ২৪ সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে...