২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া একটি শোকাবহ ঘটনার পর পুরো জেলা যেন স্থবির হয়ে গেছে। সিঙ্গিনালায় একটি স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রতিকার চেয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধে নেমেছে। এ পরিস্থিতিতে জেলা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গেছে, আর অভ্যন্তরীণ সড়কগুলোও জনশূন্য হয়ে পড়েছে। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে, যখন ওই কিশোরী প্রাইভেট পড়ার পর ফেরার পথে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হন। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে একটি ক্ষেত থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে “জুম্ম ছাত্র-জনতা” নামে একটি সংগঠন জেলা জুড়ে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা করে। অবরোধের তৃতীয় দিনে খাগড়াছড়ি জেলা ও গুইমারা...