একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন উপদেষ্টা। আসিফ মাহমুদের এ পোস্টের পর প্রশ্ন উঠেছে, কাকে পুনর্বাসন না করার কথা বললেন তিনি? উপদেষ্টার ওই পোস্টে মন্তব্য করেছেন অনেকেই।তবে, মন্তব্যকারীদের বড় অংশই ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করেছেন। একজন লিখেছেন, ধন্যবাদ প্রাপ্য সেই সাহসী সিদ্ধান্তের জন্য। হাসিনার দালালরা রাজনীতিই করুক বিদেশে পলাতক থেকে, এদেরকে খেলার মাঠে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। জাহিদ আলম নামের একজন লিখেছেন,সাকিব একটা নষ্ট দালাল। Your email address will not be published.Required fields are marked* একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা...