২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২ এএম রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা সংঘবদ্ধ মাদকচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫। এ সময় তাদের কাছ থেকে ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি ট্রাক, গাড়ির কাগজপত্র এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সোমবার ২৯ সেপ্টেম্বর র্যাব–৫ এর উপ-পরিচালক মেজর আসিফ আল- রাজেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন , গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পুঠিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাটোর থেকে আসা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো অবস্থায় গাঁজার চালান উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ড্রাইভার মো. কাশেম আলী (৩২), পিতা মোঃ আবুল হোসেন, সাং-ধাতমা, থানা-গোদাগাড়ী, রাজশাহী। হেলপার মোঃ জয় হোসেন (৩০), পিতা মোঃ আফজাল,...