২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৪ এএম ৩০০ ডলার দেওয়ার লোভ দেখিয়ে রেভ পার্টিতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তিন তরুণীকে। তারপর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তারা। পরে একটি বাড়িতে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের নির্যাতন ও হত্যার ঘটনাটি ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার করা হয়েছিল বলেও দাবি। ভয়াবহ হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা। শনিবার বুয়েনস এইরেসের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী নির্যাতন ও হত্যার ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন। নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বুধবার দক্ষিণ উপশহরের একটি বাড়ির উঠানে ২০ বছরের মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল ক্যাস্টিলো এবং ১৫ বছর বয়সী লারা গুতেরেসের মৃতদেহ পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, মাদকচক্রের সঙ্গে জড়িতরা ইনস্টাগ্রামে লাইভে এসে নৃশংস হত্যাগুলি সংঘটিত করেন। একটি ব্যক্তিগত অ্যাকাউন্টের ৪৫...