এশিয়া ছাড়িয়ে এবার জেন-জি বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো। সরকারের দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে তরুণরা। এসময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়, সরকারের দুর্নীতির প্রতিবাদে শনিবার মরক্কোর অন্তত ১১টি শহরে শত শত তরুণ রাস্তায় নেমে আসে। তারা সরকারের দুর্নীতির নিন্দা এবং স্বাস্থ্য ও শিক্ষাকে অবহেলা করে আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টে অর্থ বিনিয়োগের প্রতিবাদ জানায়। নাজুক স্বাস্থ্যসেবার কথা তুলে ধরে বিক্ষোভকারীরা বলছেন, যেখানে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালের সংকট রয়েছে, সেখানে স্বাস্থ্যখাতে বিনিয়োগ না বাড়িয়ে বহু অর্থ ব্যয়ে স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক মরক্কো। ‘স্টেডিয়াম এখানে, হাসপাতাল কোথায়’ এমন স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ফিফা বিশ্বকাপের জন্য মরক্কো কমপক্ষে তিনটি নতুন স্টেডিয়াম নির্মাণ করছে এবং কমপক্ষে অর্ধ ডজন স্টেডিয়াম সংস্কার বা সম্প্রসারণ করছে। এটি এই...