নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে পেশাদারিত্ব, বোর্ডের সিদ্ধান্ত এবং খেলোয়াড় পুনর্বাসন সংক্রান্ত বিতর্কে নতুন করে উত্তাপ ছড়িয়েছে জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ-এর ফেসবুক পোস্ট ঘিরে। আসিফ মাহমুদ তার ফেসবুকে লেখেন: "একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। But I was right. End of the discussion." এই পোস্টে তিনি বোঝাতে চেয়েছেন, তিনি পূর্বে যাকে নিয়ে সতর্ক করেছিলেন—তার পুনর্বাসন বা দলে ফেরা নিয়ে যে বিতর্ক ছিল, সেই বিষয়ে তার অবস্থানই ছিল সঠিক। যদিও তাৎক্ষণিকভাবে কোনো নাম উল্লেখ করেননি, তবে সমর্থক ও বিশ্লেষকেরা ধরে নিচ্ছেন এটি সাকিব আল হাসানকে ঘিরেই লেখা হয়েছে। অন্যদিকে সাকিব তার পোস্টে লেখেন: "থাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো...