পরে বনবিভাগ নির্দেশনায়, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে নিয়োজিত স্বেচ্ছাসেবী দল সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান সাপটি উদ্ধার করে। আরও পড়ুনঢাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে চাঁদাবাজির সময় গ্রেপ্তার ৪উদ্ধারকর্মী আদনান বলেন, এটি বিষাক্ত গোখরা সাপ। আমার ধারণা, পাশের খাল থেকে এটি আসতে পারে। উদ্ধার সাপটিকে বনবিভাগের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।আরটিভি/আইএম উদ্ধারকর্মী আদনান...