সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আজ সোমবার সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৭ সেপ্টেম্বর বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে আইসিইউতে স্থানান্তর করা হয়েছিল। গত বছর জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হন সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ। এর পর থেকে তিনি কারাগারে ছিলেন। গত ২৭ সেপ্টেম্বর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি...