ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, স্ন্যাপব্যাক নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইরান এখনও তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রাখার পথে অটল। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমাদের পথ হলো দৃঢ়তা, জনগণের শক্তি এবং মর্যাদাপূর্ণভাবে উজ্জ্বল ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া। তিনি আরও যোগ করেন, প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরোধীরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরান যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। জনগণের জীবন ও জীবিকা সরকারের মূল মনোযোগের কেন্দ্রে রয়েছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী প্রচেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রফতানি ব্যাহত করার চেষ্টা করেছিল; কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তিনি উল্লেখ করেন যে...