মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি সেলুন, ফলের দোকান, চায়ের দোকান, ভাঙ্গারির দোকান, অটো গ্যারেজ, রিকশা গ্যারেজ, অটো চার্জিং স্টেশন ও ওয়েল্ডিংয়ের দোকান। শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন জানান, রবিবার রাত আড়াইটার দিকে আগুন লাগার খবর পান তারা। এরপর শ্রীনগর ও লৌহজং ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট একযোগে আগুন...