সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম উল্লেখ না করে ক্রিকেটার সাকিব আল হাসানকে ইঙ্গিত করে পোস্ট দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিব আল হাসানও নাম উল্লেখ না পাল্টা স্ট্যাটাস দিলেন। তাঁদের এমন পোস্টে তোলপাড় নেটদুনিয়া। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রোববার রাত ১০টার দিকে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। বাট আই ওয়াজ রাইট। এন্ড অব দ্য ডিসকাশন।’ তাঁর এই স্ট্যাটাসে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে তা বুঝতে অবশ্য নেটিজেনদের খুব বেশি সময় লাগেনি। আসিফ মাহমুদের ইঙ্গিতটা যে সাকিব আল হাসানের দিকেই ছিল তা বোঝা যায় কারণ, রোববার রাত ৯টার দিকে সাকিব আল হাসান ফেসবুকে একটা ছবি পোস্ট করেন, যেখানে তিনি গণঅভ্যুত্থানের পর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের সঙ্গে শেখ হাসিনার...