ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আইসিইউর কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান তিনি জানান, ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তখন মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে দ্রুত তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার সকালে তিনি মারা গেছেন। জানা যায়, গত বছরের...