নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কেঅ্যান্ডকিউ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এপ্লিকেশন টু পারসন (এটুপি) এসএমএস এগ্রিগেটর হিসেবে এনলিস্টমেন্ট সনদ পেয়েছে।এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র। তবে, কোম্পানিটির শেয়ারদর নিয়ে কিছু বিতর্ক দেখা দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, কেঅ্যান্ডকিউ একটি গেম্বলিং আইটেম হিসেবে চিহ্নিত হয়েছে এবং এর শেয়ারদর অতিরিক্ত মূল্যায়িত অবস্থায় রয়েছে। ডিএসই সূত্র জানায়, স্বল্প মূলধনী বিনিয়োগকারীদের ব্যবহার করে একটি চক্র কেঅ্যান্ডকিউ-এর শেয়ার মূল্য ৩৮৭ টাকা পর্যন্ত নিয়ে গেছে। অথচ এর পেছনে কোনো যৌক্তিক অর্থনৈতিক ভিত্তি পাওয়া যায়নি। এ নিয়ে বাজার নিয়ন্ত্রক ও বিশ্লেষক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ১৪...