২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ এএম এশিয়া কাপ শেষ হলেও এ নিয়ে নাটকীয়তা যেন শেষ হবার নয়। দুবাইয়ে রোববারের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জেতে ভারত। এরপরও কমেনি ভারত-পাকিস্তান উত্তেজনা। এবার তাতে যোগ দিয়েছেন স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এই জয়কে মোদি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করেছেন। মোদিকে উত্তর দিতে দেরি করেননি এসিসি ও পিসিবি সভাপতি নাকভিও। তিনি বলেছেন, যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই। ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, ‘খেলার মাঠেও অপরাশেন সিঁদুর। ফলাফল একই—ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’ কিছুক্ষণ পর মোদির পোস্ট রিটুইট করে নাকভি লিখেছেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের...