যুক্তরাষ্ট্রের মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে অবস্থিত চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টস-এ গুলি ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এতে সন্দেহভাজন হামলাকারীসহ মোট চারজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন অন্তত আটজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশ হামলার বিষয়ে প্রথম ফোন কল পায়। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশ প্রধান উইলিয়াম রেনেই প্রেস কনফারেন্সে এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ প্রধান রেনেই জানান, খবর পাওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই পুলিশ চার্চের গাড়ি পার্কিং এলাকায় হামলাকারীর মুখোমুখি হয়। তাকে গুলি করে হত্যা করা হয়। নিহতদের মধ্যে সন্দেহভাজন টমাস জ্যাকব স্যানফোর্ডসহ ছাড়াও আরও দুইজন রয়েছেন। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা চার বলা হলেও পরে পুলিশ প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, দুইজন সাধারণ মানুষ এবং...