গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন অনুষ্ঠান থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) মধ্যেরাতে ও ভোরে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, রোববার (২৮ সেপ্টেম্বর) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা খিচুড়ি রান্না করে শেখ হাসিনার জন্মদিন পালনের নামে বিশৃঙ্খলার চেষ্টা করে। গোপন সূত্রে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে সন্ত্রাস দমন আইনে আটক করে। গ্রেপ্তাররা হলেন: কাশিয়ানী উপজেলার ভাট্রইধোপা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে হাসান মোল্যা (৩২), রাইতকান্দি পূর্বপাড়া গ্রামের আজাদুল আলম মোল্যার ছেলে ইব্রাহিম মিয়া (২৩), ভাট্রইধোপা মধ্যপাড়া গ্রামের ঠান্ডু শেখের ছেলে সাফায়েতুল ইসলাম ওরফে আরমান (২৩) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ব্রাক্ষণঝাটি গ্রামের সিরাজ মৃধার ছেলে...