রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি’-তে শিশুরা মা-বাবাকে নিয়ে পূজার বিশেষ খাবার যেমন লাবড়া, পায়েস, পাতুরি, খিচুড়ি রান্না করবে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমিনা নওশিন রাইসা এবং সঞ্চালনা করেছেন রন্ধনশিল্পী আফিফা আখতার লিটা। এটি প্রচার হবে ৩০ সেপ্টেম্বর, ১ ও ২ অক্টোবর দুপুর ১টা ও রাত ৯টায়।এ ছাড়া বিশেষ আয়োজন ‘শারদীয় আড্ডা’-য় শিশুদের সঙ্গে দিদার গল্পে উঠে আসবে পূজার স্মৃতি ও পৌরাণিক কাহিনি। এতে অভিনয় করেছেন পূর্ণা আনন্দিতা, উক্তি অধিকারী, স্বর্গ ও শর্মিলা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি দেখা যাবে ৩০ সেপ্টেম্বর সকাল...