নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ও ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে সম্প্রতি এক আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন ক্রীড়া উপদেষ্টা। আলোচনায় উঠে এসেছে যে, বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তিভঙ্গ ও আচরণবিধি লঙ্ঘন করে একাধিক মন্তব্য করেছেন। বিষয়টি নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছেন তিনি। একজন আলোচক প্রশ্ন তোলেন, ক্রিকেটারদের এই পোস্টগুলোর পেছনে কারো নির্দেশনা ছিল কিনা বা এটি কোথা থেকে শুরু হয়েছে—এ বিষয়ে তিনি ক্রীড়া উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে ক্রীড়া উপদেষ্টা জানান, তিনি এ বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, একজন ভক্ত হিসেবে সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার কথিত দ্বন্দ্ব তিনি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছেন। এটি ভক্তদের মাঝে বিভ্রান্তি ও হতাশা তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, যখন জাতীয় দলের...