২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে সন্দেহভাজন শয়ন শীলকে সেনাবাহিনীর সহযোগিতায় ২৪ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। মামলাটি তদন্তাধীন থাকা সত্ত্বেও ইউপিডিএফ (মূল) ও এর অঙ্গসংগঠনসমূহ বিক্ষোভ, মানববন্ধন ও হরতালের কর্মসূচি দেয়, যা পরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে। খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী চরম ধৈর্য ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করেছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। রোববার ( ২৮ সেপ্টেম্বর) আইএসপিআর থেকে পাঠানো পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত বছরের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও এর অঙ্গসংগঠনগুলো দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছিল। ওই ঘটনার এক বছর পূর্তিতে এ বছরও ইউপিডিএফ ও সহযোগী সংগঠনগুলো...