সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। দুর্গোৎসবের দ্বিতীয় দিনে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সারাদেশের মন্দিরগুলোতে সকাল থেকেই শুরু হয়েছে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। আজ (২৯ সেপ্টেম্বর) সোমবার সকাল থেকে চণ্ডী পাঠ, মন্ত্রোচ্চারণ, দেবী দর্শন, ভক্তদের অঞ্জলি প্রদান ও প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী চলবে পূজার নানা আচার-অনুষ্ঠান। শাস্ত্র অনুযায়ী, মহাসপ্তমীর অন্যতম প্রধান আচার নবপত্রিকা স্থাপনের আচার শুরু হয়েছে আজ সকালে। ‘নবপত্রিকা’ অর্থাৎ নয়টি উদ্ভিদের সমন্বয়ে গঠিত এই প্রতীকী উপাসনায় কলাগাছসহ কচু, হলুদ, জয়ন্তী, বেল, দাড়িম, অশোক, মান ও ধানের পাতা একত্র করে সাদা লালপাড় শাড়ি পরিয়ে বধূর রূপ দেওয়া হয়। এরপর সিঁদুর পরিয়ে দেবীর ডান পাশে স্থাপন করে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকাকে বলা হয় ‘কলাবউ’। এই নয়টি উদ্ভিদকে দেবী দুর্গার নয়টি রূপের প্রতীক হিসেবে পূজা...