যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্কে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড (৪০)। রোববার সকালে গাড়ি চালিয়ে ওই গির্জার সামনের দরজা ভেঙে প্রবেশ করেন তিনি। সঙ্গে সঙ্গেই শতাধিক ব্যক্তির ওপর গুলি চালান এবং গির্জায় আগুন ধরিয়ে দেন। পরে পুলিশের গুলিতে তিনিও নিহত হন। প্রাথমিকভাবে দুজনের নিহত ও আটজনের আহত হওয়ার খবর জানা গেলেও কয়েক ঘণ্টা পর গির্জার ভস্মীভূত অংশ থেকে আরও দুটি লাশ উদ্ধার করা হয়। পুলিশ আশঙ্কা করছে, আরও হতাহত থাকতে পারে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল এবং একজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ পুলিশের প্রধান উইলিয়াম রেনিয়ে জানান,...