সোমবার সকালে এক ফেইসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে ‘জুম্ম-ছাত্র জনতার’ মিডিয়া সেল। তাদের পোস্টে বলা হয়, রোববার “গুইমারায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে এবং সেটেলারদের নির্যাতনে আহত জুম্ম ভাই-বোনদের উন্নত সুচিকিৎসা এবং শহীদ জুম্ম ভাইদের লাশের সৎকারের সুবিধার্থে ঢাকা-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুপুর ১২টা হতে সড়ক অবরোধ শিথিল থাকবে।” একইসঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার উদ্দেশ্যে ঢাকা থেকে একটি চিকিৎসক দল আসবে, তাদের আগমনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সর্বস্তরের সহযোগিতা কামনা করা হয় পোস্টে। তবে দুই সড়ক বাদে জেলার বাকি সড়কগুলিতে অবরোধ চলবে বলেও পোস্টে জানান হয়েছে। মারমা এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে শনিবার ভোর থেকে এই অবরোধ শুরু করে ‘জুম্ম-ছাত্র জনতা’। অবরোধে জেলার বিভিন্ন স্থানে সড়কে টায়ার জ্বালিয়ে ও...