এশিয়া কাপের ট্রফি বিতরণ নিয়েও হয়েছে নাটক। ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার পরও এসিসি প্রধান ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড প্রধান মোহসিন নাকভির কাছ থেকে ট্রফি গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে। জানা গেছে এই ঘটনায়, মোহসিন নাকভিও নাকি ট্রফি আর মেডেল সরিয়ে নিয়েছেন তার পর। ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব তাই ম্যাচের পর বলেছেন, কোনও চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত হতে আগে কখনও দেখেননি। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন, এতে তিনি হতাশ নন। রবিবার দুবাইয়ে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতার পর ভারতীয় দল শিরোপা ছাড়াই মাঠ ছাড়ে। পরে সূর্যকুমার বলেছেন, ‘ক্রিকেট খেলা শুরু করার পর থেকে, ক্রিকেট অনুসরণ করার পর থেকে আমি কখনও দেখিনি চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি। সেটাও আবার এমন একটা ট্রফি, যেটি আমরা কঠিন পরিশ্রম করে জিতেছি। সহজে পাইনি আমরা। আমি...