২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০ এএম নীলফামারীর সৈয়দপুর পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি করতে নানামুখী উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তা নির্মাণ ও সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ একগুচ্ছ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন সহায়তা তহবিলের অধীন গ্রহণ করা হয়েছে ১২টি উন্নয়ন প্রকল্প। ইতোমধ্যে ৩টি প্রকল্পের কাজ বাস্তবায়ন করা হয়েছে। অবশিষ্ট ৯টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। সরকারের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে চলছে এসব কাজ। এতে ব্যয় হচ্ছে ৫ কোটি ২২ লাখ টাকারও বেশি অর্থ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারী বর্ষণের কারণে প্রকল্পের কাজ শেষ করা যায়নি। তবে মাসখানের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ হবে বলে জানা গেছে। পৌরসভার দায়িত্বশীল সূত্র জানায়, এসব প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন হলে নাগরিক সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে।...