২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৯ এএম ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ দুই বগি লাইনচ্যুত পাবনার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইন চ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে গিয়েছে । এতে ইঞ্জিনসহ ইঞ্জিন সংলগ্ন আরও দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে দুর্ভোগে পড়ে সাধারণ যাত্রী। খবর পেয়ে, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল সাড়ে ৮ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। তবে রেল কর্তৃপক্ষ বলছেন অতি দ্রুত উদ্ধার কাজ শেষ হবে এবং ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হবে। সোমবার ২৯ সেপ্টেম্বর ভোর ৫ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনে এ ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩)...