লন্ডনে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তাঁর স্ত্রী ইমরানা জামান চৌধুরীর মালিকানাধীন কয়েকটি বিলাসবহুল সম্পদের মালিকানা বদল হয়েছে। এসব সম্পদের বাজারমূল্য প্রায় তিন কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা। যুক্তরাজ্যের কোম্পনিজ হাউসের নথি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর আনিসুজ্জামান চৌধুরী ‘রনি ৪২ লিমিটেড’ কোম্পানির পরিচালক পদ থেকে সরে দাঁড়ান। একই দিনে আজারবাইজানের নাসিব পিরিয়েভ কোম্পানির পূর্ণ নিয়ন্ত্রণ নেন এবং এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘পিএনএন ইউকে প্রোপার্টিজ লিমিটেড’। এই প্রতিষ্ঠানের নামে লন্ডনের রিজেন্ট পার্ক এলাকায় দুটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যেগুলোর সম্মিলিত মূল্য দুই কোটি পাউন্ডের বেশি। অন্যদিকে, ইমরানা জামান গত বছর ‘জিএস এসপিভি ওয়ান লিমিটেড’-এর সব শেয়ার ছেড়ে দেন এবং পরিচালক পদ থেকেও পদত্যাগ করেন। ওই কোম্পানির মূল সম্পদ ছিল লন্ডনের গ্রসভেনর স্কয়ারের পাশে গিলবার্ট...